ড্যাফোডিল পলিটেকনিকের কম্পিউটার ডির্পাটমেন্টের রাশেদ হোসেনের ক্যামেসট্রি অন অ্যাপস্ ।
ড্যাফোডিল পলিটেকনিকের কম্পিউটার ডির্পাটমেন্টের ২০১৬ – ২০১৭ শিক্ষাবর্ষের ৭তম সেমিস্টারের তিন জন মেধাবী শিক্ষার্থী রাশেদ হোসেন , রোল – ৩৫৭৮৫৭, সানাউল্লাহ্ ফাহিম , রোল – ৩৫৭৮৪৩ এবং অলিদ হাসান আকশ, রোল- ৩৫৭৮৭১ । তারা ড্যাফোডিল ICT Carnival এ এসেছে তাদের তৈরীকৃত ক্যামেসট্রি অন অ্যাপস্ নিয়ে । তাদের সাথে এই উদ্ভোবিত অ্যাপস্ সর্ম্পেকে জানতে চাইলে তারা বলেন, ২০১৮ সালের শুরুর দিকে অলিদ হাসান আকশ এবং তার এক বড় ভাইয়ের কথপকথনের মাধ্যমে তাদের ক্যামেসট্রি অন অ্যাপসের ধারনাটা মাথায় আসে। তারপর তারা এটা নিয়ে কাজ শুরু করে এবং দুই মাস কজের পর তারা একটি ব্যাসিক ভার্সন তৈরী করেন। তারপর তারা স্কিল কম্পিটিশন ২০১৮ এর জন্য ভার্সন-২ তৈরী করেন এবং ২য় স্থান অধীকার করেন । পরে তারা অ্যাপসটিকে ২০১৯ এর ICT Carnival এর জন্য ভার্সন-৩ তৈরী করে এবং ICT Carnival যোগদান করেন।
তাদেও এই অ্যাপস্ টি নিয়ে কাজ করার প্রধান উদ্দেশ্য ছিল , যারা ডিপ্লোমা করেন তাদের অনেকেরই ব্যাগরাউন্ড সাইন্স থাকে না, তারা ভেবেছিলেন যে কিভাবে ডিপ্লোমার শিক্ষার্থীরা ক্যামেসট্রি সম্পর্কে জানতে পারে। শুধুমাএ ডিপ্লোমার শিক্ষাথী নয় বরং শিশুরা ও যারা ক্যামেসট্রি সম্পর্কে জানতে চান জন্যই মূলত এই অ্যাপস
তারা মূলত একটি এন্ডয়েট অ্যাপস নিয়ে এসেছেন যেটার মাধ্যমে যদি কেউ ক্যামেসট্রি সর্ম্পেকে জানতে চায় তাহলে ক্যামেসট্রি ব্যাসিক ১১৮ টি মৌলের কোন কোন মৌল কোন কোন পক্ষপাতে কয়টি ইলেকট্রন আছে এবং এক একটি অটোমিক নাম্বার আছে এ সবগুলো প্রয়োজন হয়।