2aab8d460480426

Common Reasons Behind Startups Failure In Bangladesh

Over the past several years, there has been a notable surge in the aspiration of Bangladeshi youth to become entrepreneurs or company founders. In a nation with an approximate population of 180 million and an average age of 27.1 years (according to Worldometer), the increasing enthusiasm for entrepreneurship is a positive indication of economic progress.

The lack of full-time paid job prospects is not only restricted to Bangladesh, but also affects the worldwide environment. In 2023, I undertook a journey to over 30 universities and polytechnics, where I provided mentorship, delivered talks, and facilitated workshops. Through these encounters, I discovered that, on average, 30% of students in a class expressed a preference for pursuing entrepreneurship instead of choosing conventional job.

The remarkable change in perspective is deserving of recognition, and the government and other stakeholders should be credited for their relentless efforts in inspiring young people to engage into entrepreneurship. International funding agencies are actively contributing to the promotion of entrepreneurship development in their programs.

However, despite the prevailing enthusiasm, it is an undeniable fact that a significant proportion of businesses encounter failure, with over 70% failing to survive beyond the initial year (according to CB insights).

The Common Challenges

Being extensively engaged in the entrepreneurial ecosystem, I have made deliberate attempts to comprehend the causes of these failures and have successfully recognized common pitfalls.

  • An ongoing obstacle is the mistaken belief that commencing a business requires a significant amount of initial funds. A multitude of ambitious entrepreneurs, particularly those coming from rural regions and beyond the city center, are overflowing with creative ideas. However, individuals frequently yield to a rigid attitude, believing that they are unable to start a startup without substantial cash or waiting for grants. As a result, promising ideas diminish.
  • Another significant observation is the absence of adequate market research and networking. Many ambitious entrepreneurs encounter failure in establishing connections with established businesses or in seeking solutions due to their poor questioning. Concepts may ignite, but without effective research and collaboration, they have difficulty in gaining momentum.
  • Collaboration is an essential element of entrepreneurship, but, certain entrepreneurs have a tendency to excessively depend on the abilities of others. For example, individuals who want to develop technology-based businesses may collaborate with friends who are knowledgeable in technology. However, when these coworkers leave for any cause, startups become vulnerable to failure.
  • There is a noticeable gap in financial literacy. A lot of entrepreneurs have a lack in understanding product costing, initial investments, fixed and variable expenditures, as well as the complexities of annual planning that includes marketing, hiring, sales, and accounting.
  • Based on my personal observations, the primary factors contributing to the failure of startups are typically legal obstacles, cash misallocation, insufficient market analysis, and a lack of financial expertise. Tackling these difficulties requires a comprehensive approach.
  • Although the government has made praiseworthy endeavors to promote an entrepreneurial ecosystem, there continue to be legal complications. Enhanced and entrepreneur-friendly rules and regulations can greatly promote an environment that is favorable for innovation and the expansion of businesses.

Piloting Solution

Within the domain of entrepreneurship, conversations frequently center around obstacles, although it is the solutions that genuinely create the path to achievement. As a passionate supporter of promoting entrepreneurship among youths, We have developed a comprehensive solution. The solution is presented as a structured course module name InnoBiz which is consisted of Three essential components:

  • Idea Development and
  • Business Plan Development with Pitching Strategies
  • Compiling of all Legal documentation with Access to Funding Support

The implementation phase entailed validating the module’s correctness with stakeholders. In order to execute the program, we have chosen Daffodil Polytechnic as the model institution and are in the process of establishing an Entrepreneurship Development Club to foster an entrepreneurial culture and mindset. An individual was selected to supervise club operations with the assistance of a committed team of five members. Six individuals were prepared with the requisite abilities through a training of trainers program.

A rigorous selection procedure was developed to find prospective entrepreneurs, which included administering a questionnaire to 200 candidates. Following rigorous workshops and seminars, a total of 25 students were chosen based on their objectives and dedication. The participation of reputable startup founders and mentors, who shared significant insights and experiences, further increased the program’s effectiveness.

In order to get investments, strategic alliances were established with Bangladesh Venture Capital Limited and KnowledgeVale, a provider of co-working spaces. After the logistical and resource developments, the group of 25 students participated in a vigorous 8-week program focused on developing entrepreneurial skills. This program included two weeks of classroom-based activities and six weeks of practical work both in the field and at a desk. The 25 trainees and 6 mentors maintained constant communication using WhatsApp and Google Meet. Various forms, tools, and research data were exchanged and discussed online and offline during desk jobs.

After finishing the program, the students acquired expertise in several areas, such as financial literacy, product/service costing, team building, branding and promotion, investment strategies, market research, sales strategies, cost analysis, profit forecasting, cash flow management, funding sources for startups, legal documentation, human-centered problem-solving, prototype development, and idea presentation and pitching.

Outcomes Piloting Solutions

The Entrepreneurship Festival marked the summit of this undertaking, during which the 25 students exhibited their prototypes aimed at addressing the specific challenges described in their business ideas. Prominent startup founders offered significant insights derived from their experiences. Bangladesh Venture Capital examined and authorized the business’s ideas, resulting in immediate financing for two students, while others launched the businesses using their own funds. These 25 students are now getting mentorship support through entrepreneurship development club.

Program highlights

This model emphasizes the significance of not only motivation but also the necessity for a comprehensive approach including multiple stakeholders. By implementing comparable entrepreneurial models, universities, colleges, and institutions globally may facilitate the transformation of our skilled young individuals from passive job seekers to active job creators. This, in turn, will cultivate a climate of innovation and economic empowerment.

Conclusion

To sum up, promoting entrepreneurship in Bangladesh needs an in-depth approach that includes improved networking opportunities, financial literacy, and regulatory reforms. By tackling these obstacles, we can enable the ambitious entrepreneurs of Bangladesh to transform their innovative ideas into thriving enterprises, ultimately boosting the country’s economic fulfillment.


Sourse: https://www.genglobal.org/bangladesh/gen-bangladesh-blog-common-reasons-behind-startups-failure-bangladesh

পর্যটন এবং আতিথেয়তা ব্যবস্থাপনা  শিল্পে ক্যারিয়ার সম্ভাবনা 

একটি সমৃদ্ধ বিশ্বে: আতিথেয়তা এবং পর্যটন শিল্পে যাত্রা শুরু
আজকের এই ইন্টারকানেকটেড পৃথিবীতে “হসপিটালিটি এন্ড টুরিজম” ইন্ডাস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। ভ্রমণের মাধ্যমে মানুষের সংস্কৃতির আদান প্রদান হয়৷ অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়ে থাকে। আর “হসপিটালিটি এন্ড টুরিজম” মূল কাজ করার ক্ষেত্রই এই পর্যটকদের নিয়ে।একজন পর্যটকের জন্য নিশ্চিত করে নিরাপদ আবাসন, যাতায়াত এর জন্য যানবাহন, অবসর যাপনের জন্য বিনোদনের বিভিন্ন এক্টিভিটি, ফুড এন্ড বেভারেজ ইত্যাদি। বিশ্বব্যাপী দিন দিন এই সেক্টরটি বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠছে। সেই সাথে সমান তালে বাড়ছে এই সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ। 

কেন আপনি “হসপিটালিটি এন্ড ট্যুরিসম” এ ক্যারিয়ার গড়বেন?  

১. ডাইভার্সিটি এন্ড গ্রোথ: এই সেক্টরে বৈচিত্রময়তার কোন শেষ নেই। একদম লাক্সারি হোটেল থেকে ইকো ফ্রেন্ডলি রেস্ট্রুরেন্ট পর্যন্ত, সব রকম জায়গায় আগ্রহী মানুষজনের অভাব নেই। সব রকম পর্যায়েই গ্রো করার সুযোগ আছে। 

২. গ্লোবাল রিচ: এই সেক্টরটাই এমন যে, অন্যান্য সেক্টর বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে যাওয়াটা খুবই ইজি। স্পেশালি আজকালকার এই ভার্চুয়াল যুগে। আপনি প্যারিসে বসে একটা বুটিক হোটেল চালান অথবা এমাজন এর রেইন ফরেস্টে একটা এডভেঞ্চার ট্যুর অর্গানাইজ করেন না কেন? গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়াটা কিন্তু এখন খুব সহজ। এবং পৃথিবীর সবার জন্য আপনার ব্যাবসার দ্বারটা উন্মোচিত হয়ে যায়। 

৩.গতিশীলতা ও পরিবির্তনশীলতা: এটা এমন একটা ইন্ডাস্ট্রি যা টিকেই আছে এর ডাইভার্সিটির উপরে। এর এডাপ্টিং স্কিলের উপর বেইজ করে। সবসময় পরিবর্তনশীল ট্রেড, টেকনোলজি এসবের সাথে আপ টু ডেট থাকতে হয় এই পেশায়। সেজন্যই সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এপ্রিসিয়েট করে এই ফিল্ড। 

৪.পিপলস্ ফোকাস: হসপিটালিটি এন্ড টুরিজম” এর মূল প্রতিপাদ্য বিষয়ই হলো পর্যটকদের জন্য ভ্রমণের একটা বেস্ট এক্সপেরিয়েন্স ক্রিয়েট করা। পর্যটকদের অভিজ্ঞতার সাথে জড়িত তাদের শারীরিক ও মানসিক অবস্থা। সেই কারণেই এটা অনেক বেশি হিউমেনিটেরিয়ান গ্রাউন্ডের উপর বেইসড ইন্ডাস্ট্রি।

৫. ইম্পেক্টফুল জার্নি: মানুষ ঘুরতে যায় কিন্তু কিছু আনন্দের সময় কাটানোর জন্য। আর সেই আনন্দের এক্সপেরিয়েন্স এর পার্ট যদি আপনিও হতে পারেন৷ তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। কারো জন্য আপনি একটা ভালো স্মৃতি তৈরি করে দিলেন। আর এটাই “হসপিটালিটি এন্ড ট্যুরিজম” এর সৌন্দর্য।

আতিথেয়তা এবং পর্যটনে বিভিন্ন ক্যারিয়ারের পথ 

হোটেল ম্যানেজমেন্ট: গেস্ট সার্ভিস হাউসকিপিং, ফুড এন্ড বেভারেজ থেকে শুরু করে, সব কিছু নিয়েই একটা হোটেল পরিচালিত হয়। সুতরাং কাজের পরিধি এই সেক্টরে ব্যাপক। এবং এসব কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য দরকার শক্তিশালী নেতৃত্বত্ত্ব, সাংগঠনিক এবং সমস্যা সমাধানের দক্ষতা।

ট্যুরিজম ম্যানেজমেন্ট: ট্যুর প্ল্যান করা এবং ঠিকভাবে মার্কেটিং করা ভ্রমণপিপাসুদের আকর্ষিত করে ভ্রমণে আগ্রহী করানো একটি জনপ্রিয় ক্যারিয়ার অপশন।

ইভেন্ট ম্যানেজমেন্ট: ভ্রমনের জন্য ইভেন্ট প্ল্যান করা একটি জনপ্রিয় ক্যারিয়ার অপশন। বিভিন্ন অনুষ্ঠান এরেঞ্জ করা যেমন: কনফারেন্স, বিয়ে, উৎসব ইত্যাদির জন্য বেশ সৃজশীলতা আর স্ট্রাটেজিক প্ল্যানিং দরকার, যা ইভেন্ট ম্যানেজাররা করে থাকে। 

কুলিনারী আর্ট (রন্ধনশিল্প): রন্ধনশিল্পদের কদর এই সেক্টরে অনেক অনেক বেশি, কারণ তাদের তৈরি খাবারের স্বাদে থাকে লোকালিটির এক্সপেরিয়েন্স, যা একজন পর্যটককে আকৃষ্ট করে।

ট্রাভেল রাইটিং এন্ড ব্লগিং: ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে লেখা বা সরাসরি ভিডিও তৈরী করা উপার্জনের দারুণ একটা মাধ্যম হতে পারে, যা ভ্রমণকারীদের ইন্টারনেটে জায়গা সম্পর্কে তথ্য নিতে তাদের বিভিন্ন ব্লগ ও ভ্লগের সহায়তা নেয়।

আতিথেয়তা এবং পর্যটনে সাফল্যের জন্য দক্ষতা:

এক্সিলেন্স কমিউনিকেশন:  অতিথি, সহকর্মী এবং শিল্প অংশীদারদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে, সমস্যাগুলি সমাধান করতে এবং সবার জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য এক্সিলেন্স কমিউনিকেশন অপরিহার্য।

প্রবলেম সলভিং এবং এডাপ্টেবিলিটি: আতিথেয়তা এবং পর্যটন শিল্পে সচরাচর অপ্রত্যাশিত চ্যালেঞ্জ উপস্থাপন করে, যা সৃজনশীল সমাধান খোঁজার এবং মসৃণ অপারেশন বজায় রাখার জন্য অভিযোজনযোগ্যতা এবং সম্পদশালীতা মূল চাবিকাঠি।

সাংস্কৃতিক সংবেদনশীলতা এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ: আতিথেযয়তা শিল্পে সংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বৈচিত্র্য এবং বিভিন্ন সংস্কৃতিতে কার্যকরভাবে যোগাযোগ করা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।

টাইম ম্যানেজমেন্ট স্কিল:হোটেল শিল্পে সময়মত প্রতিক্রিয়া প্রদানের জন্য মসৃণ ক্রিয়াকলাপ নিশ্চিত করতে এবং গ্রাহকের প্রত্যাশা পূরণ করতে শক্তিশালী সময় ব্যবস্থাপনার দক্ষতা প্রয়োজন।

সেলস্ ও মার্কেটিং দক্ষতা: আতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে এবং আয় বাড়াতে, সেবা এবং আকর্ষণগুলি সুন্দরভাবে প্রচার করা হয়।

টিমওয়ার্ক দক্ষতা: আতিথেয়তা এবং পর্যটন শিল্পে সহযোগিতা অবিচ্ছেদ্য, সহকর্মীদের সাথে নির্বিঘ্নে কাজ করে একটি সুসংহত এবং আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে টিমওয়ার্ক দক্ষতা গুরুত্বপূর্ণ।

হসপিটালিটি ও ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সুযোগ অবারিত। আপনার শুধু জানতে হবে আপনার সঠিক স্কিল অনুযায়ী সঠিক পেশাটি কিভাবে বেছে নেবেন। তাহলে এই ইন্ডাস্ট্রিতে সফল হতে পারবেন, কারণ এই সেক্টরের ব্যবস্থাপনা একটি সত্যিকারের পরিপূর্ণ ক্যারিয়ার যাত্রার প্রস্তাব দেয়।

Daffodil Polytechnic Institute organized the first-ever “1st Graduation Ceremony 2023”

In a significant milestone in the history of Bangladesh, Daffodil Polytechnic Institute organized the first-ever “1st Graduation Ceremony 2023” exclusively for Diploma in Engineering students. The ceremony took place at Daffodil Plaza, Sobhanbagh, Dhaka, on July 26, 2023.

The Honorable Minister, Ministry of Posts and Telecommunications, Government of the People’s Republic of Bangladesh, Mr. Mustafa Jabbar graced the occasion as the chief guest, while Mr. Mashrafe Bin Mortaza, MP and former Captain of Bangladesh National Cricket Team delivered the Speech as Graduation Ceremony Speaker and Mr. Md. Johor Ali, Member, National Skill Development Authority under Prime Minister’s Office, Mr. Abu Mamtaz Saaduddin Ahmed, Project Director (ASSET Project) of Ministry of Education , Mr. A K M A Hamid, President, IDEB, Prasenjit Chakma, Additional Residential Representative, UNDP Bangladesh were present as the special guests.

The graduation Ceremony was also addressed by Dr. Mohammad NuruzZaman, Chief Executive Officer of Daffodil Family, Mr. Mohammad Abdullah Al Mahmud Zaman, Secretary, Bangladesh Technical Education Board and Mr. K M Hasan Ripon, Principal, Daffodil Polytechnic Institute, Rahat Are Smriti, President; and Mrityunjoy Roy, General Secretary of Daffodil Polytechnic Institute Alumni Association. 

In the Graduation Ceremony a total of 350 students has been conferred upon diploma degrees and among them 10 best result oriented diploma holders were awarded ‘Merit Gold Medal’ and 3 were awarded Chairman’s Award in different categories. Best student’s award went to Jerin Tasnim Jaba of Computer Science and Engineering department. 

While addressing among the students Posts and Telecommunications Minister Mustafa Jobbar said, Graduation Ceremony ends your institutional education. Now it’s time to use your acquired education for the welfare of the country and the society. If the education you have acquired is of no use to the society and the country, it will be a great injustice and a great waste of the concerted efforts of your parents, teachers and the institution. So, he urged the students to take a pledge today that you will try to give back to the country multiples of what you have received and contribute to the formation of digital Bangladesh.

Technology can never replace the essence of human presence, as emphasized by our esteemed Chief Guest Mr. Mustafa Jabbar

He expressed hope that Daffodil Polytechnic Institute will continue its development and progress. The minister also said that Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman paid maximum emphasis on technical education just after independence. Ahd her daughter Prime Minister Sheikh Hasina is working hard to build Smart Bangladesh through the implementation of Digital Baladesh.

While addressing as the Graduation Ceremony speaker Mashrafe Bin Mourtaza said, life doesn’t go according to the plans you make for it. Each of you will go through highs and lows, the difficult and the easy, and, regrettably, there may occasionally be too many challenges and not enough smooth sailing. How you handle both situations will determine your genuine level of success.

Mr. Mashrafe Bin Mourtaza, the distinguished speaker at the Graduation Ceremony, sheds light on the essence of leadership qualities.

He urged the students to follow the footprints of some of the high achievers, or active doers, or entrepreneurs, or a visionary like your  Chairman, Dr. Md. Sabur Khan; you will need to embark and re-embark on terrains of work and innovation “where angels fear to tread.” he added.

Gracing the graduation ceremony as a distinguished guest, Mr. A K M A Hamid, President of IDEB, highlighted the vital role of nurturing skilled graduates for a prosperous future. He extended his gratitude to Daffodil Polytechnic Institute for hosting impactful events like the 2023 graduation ceremony.
Joining the graduation ceremony as an honored guest, Mr. Mohammad Abdullah Al Mahmud Zaman, Secretary of the Bangladesh Technical Education Board, expressed his optimism that Daffodil Polytechnic Institute has been setting a commendable example for other polytechnic institutes across the nation to emulate.

At the welcome address Principal K M Hasan Ripon said, Daffodil Polytechnic Institute has catalyzed innovation in education systems and ensured total digital transformation of its academic systems. We are taking all efforts to develop the modern flagship institution, remarkably different in its devotion to access and equity; to the quality of its teaching, learning, research and to meeting national and regional socio-economic needs”, he added.

He also said, Daffodil Polytechnic Institute has created innovative courses, bolstered academia-industry relationships, expanded international collaboration, integrated innovation and creativity into its educational systems, placed the utmost importance on extra-curricular activities and ensured complete digital transformation of all its delivery systems. By assuring that a Z Generation would have access to all necessary support services and facilities, we attempted to create a comprehensive educational ecosystem.

This milestone serves as a springboard for the continued growth and evolution of Daffodil Polytechnic Institute. As we embark on this inspiring journey, we invite you to join us in shaping a brighter, knowledge-driven future for all.

20230803_173329

জাপানি ভাষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য চুক্তিবদ্ধ হয় DJIT এবং DPI

জাপানে দক্ষ কর্মীদের জন্য কাজের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এশিয়া থেকে ৫০ হাজার দক্ষকর্মী কাজ করার সুযোগ পাচ্ছে জাপানে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারা বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষ ও যোগ্য ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলছে। তাই, জাপানে কর্মক্ষেত্রের বিশাল এই সুযোগ পাচ্ছে ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীদের জাপানে প্রবেশ করার পূর্বশর্ত হিসেবে জাপানিজ ভাষা আয়ত্ত্ব করা জরুরি। Daffodil japan it ltd (DJIT) বাংলাদেশের অন্যতম জাপানিজ ল্যাংগুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান, যাদের সাথে আজ ০৩ আগস্ট ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট চুক্তিবদ্ধ হয়।ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতা অর্জন করবে এবং তাদের জন্য জাপানি মার্কেটপ্লেস উন্মুক্ত হবে। 

20230803_174117

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।

এশিয়া মহাদেশ থেকে কর্মক্ষম কর্মী নিচ্ছে জাপান, যেখানে সুযোগ পাচ্ছে বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা। ফলে, কর্মক্ষেত্রের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। এই সুযোগটি গ্রহণ করার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে দেশের অন্যতম স্বনামধন্য এজেন্সী Global Recruiting Agency(GRA), যারা জাপানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক TITP এবং SSW প্রোগ্রামের জন্য জাপানে দক্ষ কর্মী প্রেরণের জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষে জাপান মার্কেটে কর্মক্ষম কর্মী হিসেবে প্রবেশ করার সুযোগ পাবে।

DSC00688 copy (1)

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট কর্তৃক সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023.

আজ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, Career Launch Pad এর উদ্যোগে  সফলভাবে সম্পন্ন হলো Innovation & Skills Competition-2023. শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডোমেনের   মোট ৩৯টি প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত  হয়েছে। তন্মধ্যে স্মার্ট অ্যাপস, ক্লাউড টেকনোলোজি এবং বৈদ্যুতিক প্রযুক্তি সম্পন্ন প্রজেক্টগুলো উল্লেখযোগ্য ছিলো।

এই প্রোগ্রামের অংশগ্রহণের মাধ্যমে, শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করা এবং তারা তাদের প্রযুক্তিসম্পন্ন দক্ষতাকে  চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হবে এছাড়াও তারা  নিত্য নতুন আবিষ্কারে উৎসাহিত হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরের শিক্ষার্থীরা Innovation & Skills Competition-2023-এ অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা এবং প্রযুক্তিগত প্রকল্পের কাজগুলি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম পেয়েছে। ইভেন্টের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের গবেষণা ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত হতে অনুপ্রাণিত করা এবং উৎসাহিত করা। শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিসম্পন্ন শিক্ষাকে চাকরির বাজারে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজের প্রযুক্তি-প্রিয়াসী শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ এই প্রোগ্রামে প্রজেক্ট পরিদর্শন করতে এসেছেন। পরিদর্শনকালে তারা সকল প্রজেক্ট নিয়ে তাদের মতামত ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও মূল্যায়ন) যুগ্ম সচিব মোঃ জোহর আলী। তিনি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন এবং সৃজনশীল বিকাশের জন্য উৎসাহিত করেন। প্রধান বিচারপতি হিসেবে উপস্থিত ছিলেন, Institutional Quality Assurance Cell(IQAC)এর পরিচালক,অধ্যাপক ড. এ.কে.এম. ফজলুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও জনাব মোঃ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কে এম হাসান রিপনসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

DSC00655

Innovation & Skills Competition-2023 Successfully Organized By Daffodil Polytechnic Institute.

The Innovation & Skills Competition-2023 was successfully completed on 22nd July 2023, under the initiative of Daffodil Polytechnic Institute’s Career Launch Pad. This competition aimed to showcase the talent and innovative power of technical students from different departments. A total of 39 projects were presented and circumscribed various domains such as smart apps, cloud technology, and electrical technology-based Projects. The event aimed to foster the development of student’s skills and promote technical education in the country, thereby enhancing the overall quality of technical education.

Students from different academic backgrounds participated in the Innovation & Skills Competition-2023. The event provided them a platform to exhibit their innovative ideas and technical project works. The competition featured projects related to smart apps, cloud technology, and electrical engineering based projects. The event aimed to inspire and encourage students to engage in research and development Works. Through their participation, students were able to promote their skills, creativity, and problem-solving abilities and they were able to nurture their skills as well as expose their engineering education to the real job market. During the program, technology-loving teachers and students from various schools and colleges visited to observe the projects. They eagerly expressed their views on all the projects.

Md. Johar Ali, Member (Coordination & Assessment) Joint Secretary of the National Skill Development Authority, Honored the program as the chief guest. Professor Dr. A.K.M. Fazlul Haque, Director of the Institutional Quality Assurance Cell (IQAC), participated at the event as the Chief Justice. Also present at the event were Honorable CEO of Daffodil Family, Mr. Md Nuruzzaman, the Principal of Daffodil Polytechnic Institute, KM Hasan Ripon, as well as the heads of departments, teachers, and students from all departments.

Things we have learned during Covid-19

দীর্ঘ ২ মাস ২ দিনের বন্দীজীবনে অনেক কিছু শেখা হল। আসলে আমাদের জীবনে কোনো সমস্যা আসা মানে হল হয়ত প্রকৃতি বা স্রষ্টা হয়ত কোনো শিক্ষা দিতে চাচ্ছেন। আর পুরো পৃথিবী সমস্যায় পরা মানে হল প্রকৃতি বা স্রষ্টা পুরো মানবজাতিকে কিছু শিক্ষা দিতে বা হুশিয়ারি করতে চাচ্ছেন।

বিষয়টা বলা অনেক সহজ যে এ শিক্ষা বা হুশিয়ারী হতে শিক্ষা নিয়ে আমরা ভাল হয়ে যাব। কিন্তু এ বিষয়টা অনেক জটিল। কেননা এখানে দু-একজন মানুষকে ঠিক হতে হচ্ছে না, বরং পুরো মানবজাতিকে ঠিক হতে হবে। 

যেমনঃ তাদের পরিবেশ দূষন করা কমাতে হবে, তাদের নির্বিকারে প্রাণী বা উদ্ভিদ হত্যা কমাতে হবে, তাদের অহংকার কমাতে হবে।

কিন্তু এগুলো তো মুখের কথা নয়। যে বললাম আর হয়ে গেল। মানুষ জন্মগত ভাবেই লোভি আর ধ্বংসাত্বক। তাকে শান্ত করা এত সহজ নয়। তবে এরই মাঝে কিছু মানুষ নিজেদেরকে সংশোধন করতে অতীতেও সক্ষম হয়েছিলেন আর বর্তমানেও হচ্ছেন। তবে তাদের সংখ্যাটা অতিব নগন্য।

এবার সময় এসেছে আমাদেরকে ভাবতে হবে অনেক ভাবতে হবে। আর স্রোতে গা ভাসিয়ে পৃথিবীর ক্ষতি করা যাবে না। হ্যা, আপনার অল্প কিছু কাজের জন্যও ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের পৃথিবী। 

যেমনঃ 

০১. “আপনি পান খান” ঠিক আছে তবে পানের পিকটা কেন যেখানে সেখানে ফেলবেন?

০২. আপনি সিগারেট খাচ্ছেন তাও মেনে নিলাম সেটা আপনার নিজের ইচ্ছা। তাহলে কেন সেটা অপরের ক্ষতি হয় এমন জায়গায় খাচ্ছেন?

০৩. আবার আপনি পলিব্যাগ ব্যবহার করছেন এর কারন হিসেবে বলবেন “এ ধরনের ব্যাগ ছাড়া কোনো ব্যাগ সস্তা না”। ভাল ব্যবহার করেন কিন্তু কেন ব্যবহারের পর যেখানে সেখানে ফেলছেন?

নির্ধারিত স্থানে ময়লা ফেলতে বললে আপনি বলেন “বহু দূর”। তাহলে পৌরসভা থেকে যে ময়লার গাড়ি আসে তাকে মাসে ২০-৩০ টাকা দিয়ে ময়লা কেন ময়লার গাড়িতে ফেলতে চান না? কেন এত কৃপণতা?

আরো অনেক সমস্যা আছে আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো আমরা একটু সচেতন হলেই সমাধান হয়ে যায়। যেমনঃ

০১. যারা ছাত্র আছেন বা ব্যাগ বহন করেন তারা কাগজ বা পলি জাতীয় উচ্ছিষ্ট বস্তু গুলোকে সাইড ব্যাগে রাখতে পারেন।আবার সামনে কোনো ডাস্টবিন পেলে সেগুলোকে ফেলে দিতে পারেন। আবার পৌরসভার ময়লার গাড়ি আছে সেখানে যোগাযোগ করে মাত্র ২০-৩০ টাকার মধ্যেই আপনারা আপনাদের ময়লা নিয়ে কোনো টেনশন করা লাগবে না।

০২. পানের পিক এদিক ওদিক না ফেলে ডাস্টবিনে বা কোনো নির্ধারিত স্থানে ফেলুন ইত্যাদি সহ আরো অনেক সমাধান রয়েছে যেগুলো মেনে চলা সহজ কিন্তু এগুলোর প্রভাব অনেক বেশী।

আপনার যদি এরকম আরো কোনো সমাধান চিন্তায় আসে তাহলে কমেন্ট করুন।

298A8355

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো World Engineering Day-2023 For sustainable development.

আধুনিক জীবনে প্রকৌশলের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে UNESCO আন্তর্জাতিক দিবস হিসাবে প্রতি বছরের ৪ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় প্রকৌশলী  দিবস। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই বছরও ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হচ্ছে World Engineering Day-2023 For sustainable development. 

ইনোভেশন, প্রজেক্ট প্রদর্শনী, হ্যাকাথন, ইঞ্জিনিয়ারিং ইনোভেশন, র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের নিয়ে উৎযাপন করা হয় World Engineering Day-2023.  এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডঃ মোঃ মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির সিইও জনাব মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জনাব কে এম হাসান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল পলিটেকনিকের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

উন্নত বিশ্বের জন্য প্রকৌশলীদের অর্জনগুলো ও তাদের কঠোর পরিশ্রমে তৈরীকৃত প্রযুক্তি কীভাবে আধুনিক জীবন এবং টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দু সে সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্দ করা এবং জনসাধারণের বোঝার সুযোগ করে দেওয়াই অনুষ্ঠানের মূললক্ষ্য।