
জাপানি ভাষায় ডিপ্লোমা শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য চুক্তিবদ্ধ হয় DJIT এবং DPI
জাপানে দক্ষ কর্মীদের জন্য কাজের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এশিয়া থেকে ৫০ হাজার দক্ষকর্মী কাজ করার সুযোগ পাচ্ছে জাপানে। ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও পিছিয়ে নেই। তারা বিভিন্ন সেক্টরে নিজেদের দক্ষ ও যোগ্য ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলছে। তাই, জাপানে কর্মক্ষেত্রের বিশাল এই সুযোগ পাচ্ছে ড্যাফোডিল পলিটেকনিকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীদের জাপানে প্রবেশ করার পূর্বশর্ত হিসেবে জাপানিজ ভাষা আয়ত্ত্ব করা জরুরি। Daffodil japan it ltd (DJIT) বাংলাদেশের অন্যতম জাপানিজ ল্যাংগুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান, যাদের সাথে আজ ০৩ আগস্ট ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট চুক্তিবদ্ধ হয়।ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা ভাষাগত দক্ষতা অর্জন করবে এবং তাদের জন্য জাপানি মার্কেটপ্লেস উন্মুক্ত হবে।

জাপানে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।
এশিয়া মহাদেশ থেকে কর্মক্ষম কর্মী নিচ্ছে জাপান, যেখানে সুযোগ পাচ্ছে বাংলাদেশের দক্ষ ও যোগ্য কর্মীরা। ফলে, কর্মক্ষেত্রের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য। এই সুযোগটি গ্রহণ করার জন্য ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট আজ ০৩ আগস্ট ২০২৩ তারিখে দেশের অন্যতম স্বনামধন্য এজেন্সী Global Recruiting Agency(GRA), যারা জাপানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক TITP এবং SSW প্রোগ্রামের জন্য জাপানে দক্ষ কর্মী প্রেরণের জন্য একটি অনুমোদিত প্রতিষ্ঠান এর সাথে চুক্তিবদ্ধ হয়। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন শেষে জাপান মার্কেটে কর্মক্ষম কর্মী হিসেবে প্রবেশ করার সুযোগ পাবে।
