ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট গতানুগতিক ধারার বাইরে একটি আধুনিক পলিটেকনিক, কারণ আমরা নিশ্চিত করতে চাই শিক্ষার্থীদের দক্ষতা। আমাদের আছে “Inclusive Learning Cell” এই সেলে সকল ধরনের শিক্ষার্থীর দক্ষতা নিশ্চিত করা হয় ব্যাবহারিক দক্ষতার মাধ্যমে। যাতে শিক্ষার্থীরা বলতে পারে আমাকে-
১। দেখতে হবে ২। শুনতে হবে ৩। পড়তে হবে ৪।
নিজ হাতে করতে হবে ৫। বার বার অনুশীলন করতে হবে
একই সাথে আমাদের শিক্ষকেরাও অনুসরণ করেন
১। দেখাতে হবে
২। শুনাতে হবে
৩।ব্যাবহারিক করাতে হবে
৪। অনুশীলন করাতে হবে
৫। শেখাতে হবে
কারণ আমরা জানি শিক্ষার্থীকে প্রস্তুত করতে কর্মক্ষেত্রের জন্য। নিশ্চিত করতে হবে তার দক্ষতা যাতে আমাদের প্রতিটি শিক্ষার্থী বলতে পারে “I Know and I can perform”