ডিপ্লোমা শিক্ষার্থীদের ১০০% ইন্টার্নশীপ প্রদানের নিশ্চয়তা

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা শিক্ষার্থীদের ১০০% ইন্টার্নশীপ প্রদানের নিশ্চয়তা

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট গতানুগতিক পড়াশুনার পাশাপাশি সবসময় শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষ করে তোলার চেষ্টা করে। তাই ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রী শেষে শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য যোগ্য করে তুলতে অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের ইন্ডাষ্ট্রিতে ইন্টার্নশীপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই বাংলাদেশের সকল সরকারী, বেসরকারী পলিটেকনিকের ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের ইন্ডাস্ট্রিতে ১০০% Internship নিশ্চিত করতে প্রতি বছর ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট আয়োজন করে Internship Fest for Diploma Engineering. 

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ইন্টার্নশিপ ফেস্ট ২০২১। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর অষ্টম পর্বের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে আয়োজন করা হয় এই  ইন্টার্নশিপ ফেস্ট। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ বিকর্ণ কুমার ঘোষ (ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি)। ১৯শে ডিসেম্বর সকাল ১০ টায়  আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং উদ্বোধনী সেশনের শিক্ষার্থীদের মাঝে অতিথিগন বিভিন্ন ক্যারিয়ার নির্দেশনা প্রদান করেন।

ইন্টার্নশিপ ফেস্টে বেশকিছু ক্যারিয়ার সেশনের আয়োজন করা হয়েছিল। যেখানে ড্যাফোডিল  পলিটেকনিকের আয়োজনে এই ফেস্টে দেশের স্বনামধন্য ৩০+ প্রতিষ্ঠান সরাসরি অংশ নেয় এবং দেশের সরকারি-বেসরকারি সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে ফেস্টে  অংশগ্রহণ করে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন  শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং ক্যারিয়ার নিয়ে তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

 Internship Fest এ শিক্ষার্থীরা তাদের সিভি এবং অন্যান্য কাগজপত্র নিয়ে উপস্থিত হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান এ সিভি জমা দেয়। বিভিন্ন প্রতিষ্ঠানের ষ্টলগুলোতে সিভি জমা দেয়ার পর প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের সিভি বাছাই করে এবং তাদের যোগ্য পার্থীকে ইন্টারভিউর জন্য ডাকেন।

এই প্রোগ্রামের মাধ্যমে  শিক্ষার্থীরা একই সাথে অনেকগুলো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পায় এবং বেশ কিছু শিক্ষার্থী তাদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে সমর্থ হয়। এই আয়োজন এর ফলে চাকরিদাতা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীবৃন্দ উভয়ই উপকৃত হয়।এই ইন্টার্নশীপের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে হাতে-কলমে দক্ষতা অর্জন করতে পারে। যা তাদেরকে দক্ষ এবং অভিজ্ঞ করার পাশাপাশি পরবর্তীতে তাদেরকে দ্রুত কর্মক্ষম হতে সাহায্য করবে। 

নাজমুন নাহার 

ডিজিটাল মার্কেটিং অফিসার

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Tags: No tags

Comments are closed.