blog dpi textile

উইভিং মেশিনের কাপড় জড়ানো গতি বা Take-up Motion

উইভিং মেশিন বা তাঁতের নিদিষ্ট কিছু গতি রয়েছে যার সাহায্যে উক্ত মেশিনে কাপড় বুনন সম্পন্ন হয়ে থাকে। উইভিং মেশিন অথবা তাঁতের গতি প্রধানত ৩ প্রকার। যথাঃ 
১) প্রাথমিক গতি বা Primary Motion
২) মাধ্যমিক গতি বা Secondary Motion
৩) তৃতীয় পর্যায়ের গতি বা Tertiary Motion।
কাপড় জড়ানো গতি বা Take-up Motion মাধ্যমিক গতি বা Secondary Motion এর অন্তর্ভুক্ত।

যে গতির মাধ্যমে উৎপন্ন কাপড় বা সর্বশেষ পিককে নিয়মিতভাবে ক্লথ রোলারে জড়ানো হয় সে গতিকে কাপড় জড়ানো গতি বা Take-up Motion বলে। অর্থাৎ উইভিং মেশিনে প্রাথমিক গতিসমূহ অর্থাৎ শেডিং, পিকিং ও বিটিং সম্পন্ন হওয়ার পর প্রাথমিক গতির সাথে সামঞ্জস্য রেখে উৎপন্ন কাপড় নিয়মিতভাবে ক্লথ রোলারে জড়ানো টেক-আপ মোশনের মধ্যমে হয়ে থাকে।

এই গতি কাপড়ের প্রতি একক দৈর্ঘ্য অর্থাৎ ইঞ্চি প্রতি পিকস  বা ওয়েফট এর সংখ্যা কাপড়ে নির্ধারিত গঠন অনুযায়ী সঠিক রাখে এবং সুষম টেক্সচার আনয়ন করে। ইঞ্চি প্রতি টানা ও পড়েন সুতার সঠিক সংখ্যার সঠিকতার ওপর কাপড়ের টেক্সচারের গুণগত মান নির্ভর করে।

টেক-আপ মোশনের উদ্দেশ্য (Objects of Take-up motion)

ক) বুননকৃত কাপড়কে টেনে ক্লথ রোলারে নির্দিষ্ট হারে জড়ানো।

খ) কাপড়ের প্রতি একক দৈর্ঘ্যে অর্থাৎ ইঞ্চি পড়েন সুতার সংখ্যা ঠিক রাখা।

গ) কাপড়ের সর্বত্র পড়েন সুতার একক দৈর্ঘ্যের ওজন সমান রাখা।

ঘ)  সমপিক স্পেসিং (Pick Spacing) বা সমপিক ডেনসিটি  (Pick Density) নিশ্চিত করা।

ঙ) কাপড়ের বুনন দক্ষতা (Weaving efficiency) ও গুনগতমান (Fabric Quality) বৃদ্ধি করা।

টেক-আপ মোশনের প্রকারভেদ (Classification of take-up motion)

কাপড় বুনন হবার পর যে গতিতে উৎপন্ন কাপড় ক্লথ রোলারে জড়ানো হয় তাকে টেক-আপ মোশন বা Take-up Motion বলে। উইভিং মেশিন বা তাঁতের পিছনে একটি ক্লথ বিম থাকে যাতে মূলত কাপড় জড়ানো হয়।

টেক অফ মোশন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে,
ক) পজিটিভ টেক-আপ মোশন (Positive take-up motion)
খ) নেগেটিভ টেক-আপ মোশন (Negative take-up motion)

ক) পজিটিভ টেক-আপ মোশন (Positive take-up motion)

যে টেক আপ মোশন কতগুলো হুইল পিনিয়নের মাধ্যমে কাপড় জড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পজিটিভ টেক-আপ মোশন (Positive take-up motion) মোশন বলে। যেমন ৫ চাকা, ৬ চাকা ও ৭ চাকা বিশিষ্ট পজিটিভ টেক-আপ মোশন।

খ) নেগেটিভ টেক-আপ মোশন (Negative take-up motion)

যে টেক আপ মোশন মৃত ওজন বা Dead Weight, স্প্রিং ও লিভারের সাহায্যে কাপড় জড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করে তাকে নেগেটিভ টেক-আপ মোশন (Negetive take-up motion) বলে।


লেখকঃ
মোঃ জায়েদুল হক
বিভাগ প্রধান
ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট

Tags: No tags

Add a Comment

You must be logged in to post a comment