ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে National Textile Day উদযাপন

National Textile Day উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ Panel Discussion। জাতীয় পর্যায়ে টেক্সটাইলের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা – চ্যালেঞ্জ সমূহ নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

National Textile Day, a special panel discussion was organized at Daffodil Polytechnic Institute. The event was attended by industry experts and students who discussed the role of textiles at the national level, its prospects, and the challenges it faces.

প্রথমবারের মতো “সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪”-এ অংশগ্রহণ করে ড্যাফোডিল পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের “গৌরব পতাকা” অর্জন!

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ রোভার ট্রেনিং সেন্টার, বাহাদুরপুর, গাজীপুরে অবস্থিত ঢাকা জেলা রোভার এর অধীনে সুবর্ণ জয়ন্তী রোভার মুট ২০২৪ এ অংশগ্রহণ করে। । ইউনিট লিডার মুহাম্মদ সহিদুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট রোভার স্কাউট ইউনিট অংশগ্রহণ করছে। ১- ৫ মার্চ ২০২৪ পর্যন্ত স্কাউটিং এর বিভিন্ন এক্টিভিটিজ এ অংশগ্রহণ করেছে এবং দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি (ঢাকা, চিটাগাং, রাজশাহী সহ অন্যান) এবং সরকারী কলেজ,পলিটেকনিক কে পিছনে ফেলে গৌরব পতাকা অর্জন করে।

Daffodil Polytechnic Institute is proudly sending its Rover Scouts to participate in the Rover Scout Golden Jubilee Rover Moot 2024, hosted by the Rover Training Center Bahadurpur, Gazipur, Led by Unit Leader Muhammad Shahidul Islam, the team of 8 members will partake in various scouting activities from March 1st to March 5th, 2024.

Approximately 600 units, with 9 members each (8 scouts + 1 leader), totaling around 3000 scouts and around 300 volunteers, are expected to participate. The program will involve 6 challenges, 7 activities, and implementation of 6 action plans throughout the event.

The Rover Scout Golden Jubilee Rover Moot aims to provide a platform for Rover Scouts from different units to engage in scouting activities, foster camaraderie, and develop leadership skills. The event will focus on promoting teamwork, outdoor skills, and community service among participants.

The Rover Scout Golden Jubilee Rover Moot 2024 promises to be an exciting and enriching experience for all participants. Through teamwork, leadership, and service-oriented activities, the event will contribute to the personal and professional development of Rover Scouts while upholding the values of scouting and community service.

ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদযাপন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে   ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে স্বাধীনতার দিবস উৎযাপন। 

২৬শে মার্চ, ২০২৪: অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মার্চ, বাঙালি জাতির জেগে ওঠার মার্চ – এই ঐতিহাসিক দিনে মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এটি বাঙ্গালিজাতীর জন্য একটি গৌরবান্বিত দিন।তরুণ প্রজন্ম যেন এই দিনটিকে ভুলে না যায় এবং  আর যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের থেকে অনুপ্রাণিত হয়ে  তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীরা যেন দেশ এবং মানুষের  কল্যাণে  উৎসাহিত হয় তারই প্রেক্ষিতে ড্যাফোডিল পলিটেকনিক প্রতি বছর নানা আয়োজনে স্বাধীনতা দিবস উৎযাপন করে।

শিক্ষার্থীদের আয়োজনে ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো “ইফতার ও দোয়া মাহফিল-২০২৪”

মাহে রমজান সিয়াম সাধনা ও আত্নশুদ্ধির মাস। ৩১মার্চ ২০২৪ ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল-২০২৪।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ ওয়ালী উল্লাহ, খতীব,সোবহানবাগ জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ধানমণ্ডি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা জীবনে এবং যুব সমাজে মাহে রমাজনের গুরুত্ব এবং এর প্রভাব নিয়ে তিনি আলোচনা করেন।  

 অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী বি.এম. আমিনুল ইসলাম, পরিদর্শক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,  মোহাম্মদ আবুল শাহিন কাওছার সরকার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল পলিটেকনিকের অধক্ষ্য জনাব কে এম হাসান রিপন। 

এছাড়াও ড্যাফোডিল পলিটেকনিকের ৯টি  ডিপার্টমেন্টের ১১০০ এর অধিক বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ একই ছাদের নিচে উপস্থিত হয়ে এই দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং একে অপরের সাথে মিলেমিশে কাজ করার দক্ষতা, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা লাভ করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ড্যাফোডিল পলিটেকনিকে আয়োজিত হলো দুইদিন ব্যাপী ‘পাঠক মেলা’।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে ৫২ এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয়  পাঠক মেলার। ২০ ফেব্রুয়ারি ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ২দিন ব্যাপী ভিন্নধর্মী এই মেলার আয়োজন করা হয়। এই মেলার উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ভিন্ন ভিন্ন  বই এর প্রতি তাদের উৎসাহ তৈরি করা।

মেলার মূল আয়োজন ছিল একটু ভিন্ন, শিক্ষার্থীরা বেশকিছু স্টল এর মাধ্যমে তাদের নিজেদের বইগুলো উপস্থাপন করে এবং এখানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সাথে তার বইগুলো এক্সচেঞ্জ করার সুযোগ পায়,  মেলার পাশেই ছিল পাঠকদের জন্য বই পড়ার কর্নার যেখানে শিক্ষার্থীরা স্টল থেকে বই সংগ্রহ করে পড়ার  সুযোগ পেয়েছে এবং মেলায় শিক্ষার্থীদের জন্য ছিলো বুক রিভিউ করার সুযোগ। বেস্ট বুক রিভিউ এর জন্য ছিলো আকর্ষনীয় পুরষ্কার। 

 মেলা চলাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়,  শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান, নাচ, কবিতা আবৃত্তি পরিবেশন করে   মেলা ঘুরে  জানা যায়  শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে খুব সাড়া দিয়েছে এবং শিক্ষার্থীরা নিজেদের  বই এনে   সহপাঠীদের সাথে  বই এক্সচেঞ্জ করেছে, এতে করে তারা নতুন নতুন আরও বই পড়ার সুযোগ পেয়েছে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় যে তারা খুবই আনন্দিত এই ধরনের ভিন্ন ধর্মী একটি পাঠক মেলার আয়োজনে, তারা চায় ভবিষ্যতে যেন এ ধরনের আয়োজন নিয়মিত ভাবে অনুষ্ঠিত হয়।

ED Sir (2)-min

Daffodil Polytechnic Institute Hosts Spectacular Spring Festival, Embracing CulturalHeritage

Daffodil Polytechnic Institute ushered in the spirit of spring with its grand celebration of the Basant Utsav 1430. Held on the institute’s sprawling campus grounds on 16th Falgun, 29th February, the event captivated attendees with a vibrant showcase of Bengali traditions and cultural festivities.

One of the highlights of the day-long event was the Pitha Mela, featuring a colorful array of traditional Bengali pitha/cake from all 64 districts of Bangladesh. Additionally, stalls adorned with rural Bengali cultural motifs added to the immersive experience, showcasing the rich heritage of Gram Bangla.

The festivities commenced with a colorful procession from the campus grounds, heralding the start of the Basant Utsav. Following this, the main ceremony was inaugurated by the CEO of the Daffodil Dr. Mr. Mohammad Nuruzzaman and The principal Mr. K. M. Hasan Ripon.

The campus was transformed into a floral paradise, adorned with flowers, banners, and local crafts, all reflecting the essence of Bangladeshi culture and rural traditions. Students actively participated in various cultural performances throughout the day, including dance, music, and poetry recitations, all dressed in vibrant traditional attire.

The joyous atmosphere permeated throughout the event, with both faculty and students alike immersed in the celebration. The Basant Utsav not only celebrated the arrival of spring but also served as a platform to foster unity and entrepreneurial spirit among the youth.It underscores Daffodil Polytechnic Institute’s commitment to holistic education and cultural preservation.

ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী বসন্ত উৎসবে মাতোয়ারা ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীরা 

ঋতুরাজ বসন্তকে ঘীরে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব-১৪৩০। ১৬ই ফাল্গুন, ২৯ ফেব্রুয়ারি  ড্যাফোডিল পলিটেকনিকের নিজস্ব ক্যাম্পাস প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো পিঠা মেলা।  উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী বাহারি সব পিঠা, স্টল গুলোও সাজানো হয় গ্রাম-বাংলার সংস্কৃতিকে ধারন করে। ড্যাফোডিল পলিটেকনিক হয়ে উঠেছিলো সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি।  সকালে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে বর্ণীল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুরু হয়। পরবর্তীতে ফিতাকেটে মূল অনুষ্ঠানের উদ্ভোদন করেন ড্যাফোডিল ফ্যামিলির সম্মানিত সিইও ড. মোহাম্মাদ নুরুজ্জামান ও ড্যাফোডিল পলিটেকনিকের অধক্ষ্য জনাব কে এম হাসান রিপন। 

বসন্ত উৎসবকে ঘীরে ক্যাম্পাসকে সাজানো হয় ফুল, বাশ বেত দিয়ে দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের বর্ণীল পোশাকে ক্যাম্পাস হয়ে উঠেছিলো রঙিন। দিনব্যাপী এই আয়োজনে আনন্দ উচ্ছ্বাসে একইসাথে মেতে উঠেছিলো শিক্ষক ও শিক্ষার্থীরা। উৎসবটি সকলের জন্য উন্মুক্ত ছিলো। বসন্ত ঋতুকে ঘিরে বাঙালি জাতির বহু বছরের যে উৎসাহ উদ্দীপনা তার সাথে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মিল্বন্ধন তৈরি করতে এবং শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ড্যাফোডিল পলিটেকনিকের কর্মকতা-কর্মচারীগণ।

football_tournament3

Daffodil Polytechnic Institute Int. Departmental Football Tournament-2024

রুদ্ধশ্বাস প্রতিযোগিতার মধ্য দিয়ে ড্যাফোডিল পলিটেকনিক ইন্টাঃ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টে টিম ইম্পায়র ইলেক্ট্রিক্যাল ইউনাইটেড ১ঃ০ গোলে চ্যাম্পিয়ন। 

২৭ ফেব্রুয়ারি ড্যাফোডিল স্মার্ট সিটিতে ঝমঝমাট উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মানিত অধ্যক্ষ্য জনাব কে এম হাসান রিপন  টুর্নামেন্টের উদ্ভোধন করেন। 

৬টি ডিপার্টমেন্ট থেকে বাছাইকৃত ৬টি দলের সমন্বয়ে টানটান ৬টি ম্যাচের মাধ্যমে সম্পূর্ণ টুর্নামেন্টি অনুষ্ঠিত হয়। এসময় সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডোলীগন উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। 

 টুর্নামেন্টে রানার্স আপ হয় টিম কম্পিউটার টাইটান্স। 

খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথি মোহাম্মাদ মামুন মিয়া, সাবেক প্লেয়ার, জাতীয় ফুটবল টিম। এছাড়াও প্রতিটি দলের সেরা খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। 

খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে শিক্ষার্থীগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় খেলায় অংশগ্রহণ করে এবং খেলা উপভোগ করে এবং এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য এবং ক্রীড়াপ্রীতির জাগিয়ে তোলে।

Daffodil Polytechnic Institute Int. Departmental Football Tournament-2024

In a thrilling competition, Team Empire Electrical United emerged as champions in the Daffodil Polytechnic Institute Departmental Football Tournament, securing victory with a score of 1-0.

On February 27th, amidst much fanfare, the inauguration ceremony of the tournament took place at Daffodil Smart City. The principal of Daffodil Polytechnic Institute, Mr. K M Hasan Ripon, graced the occasion with his presence and officially inaugurated the tournament.

The tournament featured six carefully selected teams representing six departments, who competed in six exciting matches to complete the entire tournament. The presence of students and faculty members from all departments added to the fervor of the event, inspiring the players on the field.

The runners-up title went to Team Computer Titans after a series of intense matches. At the conclusion of the games, the chief guest, former national football team player Mr. Mohammad Mamun Mia, presented the championship trophy and medals to both the champions and the runners-up.

It is worth mentioning that sports play a vital role in the physical and mental development of students. The tournament provided an excellent platform for students to showcase their talents, boost their morale, and enjoy the spirit of sportsmanship.

Overall, the tournament was a resounding success, fostering a sense of camaraderie and sportsmanship among the students and faculty members of Daffodil Polytechnic Institute.

BSDI Completed a Successful Workshop on “Mastering in AI Prompting”

Do you wonder how smart work will evolve in the future? Some aspiring people try to find the answer to this question. That’s why they gathered for an exciting workshop, “Mastering in AI Prompting,” on January 27, 2024.

Participants in this workshop came from diverse backgrounds and ages. However, they shared a strong interest in exploring the future technology of artificial intelligence.

The workshop is all about AI prompting. Before the workshop, most of them didn’t know about the word “prompting.”. Most of them command an artificial intelligence tool like ChatGPT, and they don’t get any expected results. However, after an interactive session, they understand how to use artificial intelligence for their regular work and get their expected results from AI.

The workshop is structured into 4 main parts. Each part is more interactive than the others. 

First, the trainer introduces the basics of prompting to the participants. In the second session, all participants took a competitive exam, and they learned how to get help from artificial intelligence in their regular work.

In the third session, all participants learned about the wording, tone, style, priming, and conditioning of prompting. Then they evaluated themselves, by taking part in 2 exciting games named “Kahoot of AI Prompting.”. In the 4th session, the participants try to build their documents with the support of the artificial intelligence tool “ChatGPT” and Adobe Firefly. 

After all these sessions, all the participants get a clear view of artificial intelligence prompting with ChatGPT and Adobe Firefly. 

After the workshop, they learned several lessons. Some of them are:

  1. Integrated with artificial intelligence tools.
  2. Communicate with artificial intelligence tools.
  3. Use of ChatGPT and Adobe Firefly
  4. Create all kinds of documents with the help of artificial intelligence.

After the workshop, the participants are assigned to some activities. After completing the activities, the participants received a wonderful certificate.

The Power of Partnership: How Parental Engagement Empowers Textile Engineering Students

Daffodil Polytechnic Institute (DPI) believes that a strong partnership between parents, students, and the institution is essential for student success. In line with this belief, DPI organized a parent meeting with Diploma in Textile Engineering (DTE) students on September 20, 2023.

The meeting was attended by over 100 parents and students. The meeting began with a presentation by the DTE department chair, who discussed the department’s curriculum, goals, and activities.

Following the presentation, parents and students had the opportunity to ask questions and discuss their concerns. Parents expressed their appreciation for the quality of education at DPI and their confidence in the department’s ability to prepare their children for successful careers in the textile industry.

Students also expressed their appreciation for the opportunity to meet with their parents and discuss their progress. They shared their goals for the upcoming semester and discussed how they plan to achieve them.

The meeting was a valuable opportunity for parents, students, and the institution to come together and discuss how they can work together to support student success. The meeting also provided parents with an opportunity to learn more about the DTE department and the curriculum.

Here are some of the key takeaways from the meeting:

  • Parents and students are committed to working together to support student success.
  • The DTE department is committed to providing students with a quality education that prepares them for successful careers in the textile industry.
  • Students are motivated and have clear goals for their future.

DPI is committed to providing its students with the resources and support they need to succeed. The parents’ meeting was a testament to this commitment.

Daffodil Polytechnic Institute’s Webinar on Career Guidance for Diploma in Computer Science and Technology Students

Daffodil Polytechnic Institute (DPI) is steadfast in its dedication to nurturing students’ intellectual growth, extending beyond traditional academics to encompass a vibrant array of co-curricular activities. Aligning with this commitment, the Computer Department organized an insightful webinar titled “Navigation Tomorrow’s Tech for Diploma Engineering Students” to illuminate career pathways for Diploma in Computer Science and Technology (Diploma in CST) students.

The webinar, held on September 17, 2023, attracted over 200 Diploma in CST students, eager to gain clarity on how to navigate the dynamic IT sector and cultivate successful careers. Mr. Aminul Islam, a seasoned Business Intelligence Consultant currently based in Germany, graced the event as the session speaker.

Mr. Aminul commenced the webinar by emphasizing the significance of meticulous career planning for Diploma in CST students. He underscored the importance of students developing a lucid understanding of their interests and skillsets, coupled with thorough research into the diverse career avenues within the IT landscape.

He then delved into a comprehensive overview of the IT sector, shedding light on the latest trends, technologies, and the specific skills and qualifications that Diploma in CST students need to thrive in this dynamic industry.

The webinar proved to be an invaluable resource for the students, equipping them with the knowledge and insights necessary to make informed decisions regarding their career trajectories.

Key takeaways from the webinar include:

  • Self-Awareness: Diploma in CST students are encouraged to cultivate a profound understanding of their passions and strengths.
  • Exploration: Researching the multitude of career options within the IT sector is crucial for informed decision-making.
  • Skill Development: Nurturing robust technical skills, along with essential soft skills such as communication and problem-solving, is paramount for success in the IT industry.

DPI’s unwavering commitment to empowering its students with the resources and guidance essential for career advancement is aptly exemplified by this webinar on career guidance for Diploma in CST students.